চঞ্চল বায়ু হইতেই মন ও কামনার উৎপত্তি, অন্তর্মুখীন প্রাণায়ামের সাহায্যে কামনার হস্ত হইতে নিষ্কৃতি পাইয়া মুলাধারস্হ স্হির প্রাণকে ঊর্ধ্বে আজ্ঞাচক্রে – ব্রম্মযোনীতে সম্মিলিত করিয়া ভগবান পদবাচ্য হইতে পারা যায়। এই নিষ্কাম কর্ম দ্বারা পূর্বকালের ঋষিদের মধ্যে অনেকেই ভগবান উপাধিতে ভূষিত হইতেন।
যোগাচার্য শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের হুগলি জেলার বলাগড় নিবাসী শিষ্য শ্রী শ্রীশচন্দ্র মুখোপাধ্যায়ের শিষ্য শ্রী ঈশানীতোষ চট্টোপাধ্যায় প্রণীত “যোগজীবন” গ্রন্থের সংক্ষিপ্ত আধ্যাত্মিক মহাভারত অধ্যায় হইতে গৃহীত।