তর্কশ্চৈব সমাধিশ্চ ষড়ঙ্গো যোগ উচ্যতে।
যথা পর্ব্বতধাতুনাং দহ্যতে ধমনাম্মলাঃ।

১২ বার প্রাণায়ামে প্রত্যাহার হয়, ধ্যান ১৭২৮ বার প্রাণায়ামে, প্রাণায়াম প্রচ্ছর্দ্দন বিধারণ পূর্বক স্হিতি, ধারণা ১৪৪ বার প্রাণায়ামে, তর্ক-যোনিতে বায়ু স্থিতি পূর্ব্বক ভ্রূমধ্যে লইয়া গিয়া তাঁহার উপর মস্তকেতে বিবেচনা করার নাম তর্ক। সমাধি ২১৭৩৬ প্রাণায়ামের নাম সমাধি। ইহাই ষড়ঙ্গ যোগ।

~~যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী প্রণীত অমৃতবিন্দুপনিষৎ এর ৬ নং স্লোকের ব্যাখ্যা হ’তে কোন পরিবর্তন না করে হুবহু গৃহীত।

অমৃতবিন্দুপনিষৎ গ্রন্থের ৬ নং শ্লোকের ব্যাখ্যাতে যোগীরাজ গুরুবক্ত্রগম্য প্রাণায়ামের সাহায্যে প্রত্যাহার, ধ্যান ও সমাধি কিরূপে আসিতে পারে তাহারই ইঙ্গিত দিয়াছেন। এবং তিনি ইহাও বলিয়াছেন যে ইহাই ষড়ঙ্গ যোগ। ঋষি পতঞ্জলি উক্ত অষ্টাঙ্গ যোগ যে ক্রিয়াযোগ হইতে ভিন্ন যোগীরাজের কথায় ইহা প্রমাণিত হইতেছে। পাতঞ্জল যোগসূত্রের অন্তর্গত যম ও নিয়মের জন্য আলাদা কোন সাধনা করিতে হয় না, ক্রিয়াযোগে উহা আপনা আপনি আপনি সাধিত হয়। আজকাল ইন্টারনেট, ইউটিউব ইত্যাদিতে অনেকেই ক্রিয়াযোগের সহিত পাতঞ্জল যোগসূত্রকে গুলাইয়া ফেলিয়া নবীন ও অল্প বিস্তর অনেক প্রবীণ ক্রিয়ান্বিত দিগকেও নিজ অজ্ঞতা বসতঃ ভ্রমজালে নিক্ষেপ করিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!