দশলক্ষণকোধর্মঃ সেবিতব্যঃ প্রযত্নতহঃ।
ধৃতিঃ ক্ষমা দমোহস্তেয়ং শৌচমিন্দ্রিয়নিগ্রহঃ।

ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য, অক্রোধ এই দশ ধর্মের লক্ষণ। এই সকল ক্রিয়া দ্বারায় আপনা আপনি হয়, বলপূর্বক নহে। তবে প্রথমতঃ অভ্যাস করা চাহি।

যোগীরাজ শ্যামাচরন লাহিড়ী মনুসংহিতা ষষ্ঠ অধ্যায়ের ৯১ তম শ্লোকের ব্যাখ্যাতে উপরিউক্ত কথা কয়টি লিখিয়াছেন। যাহা হইতে পুনরায় প্রমাণিত হয় যে ক্রিয়াযোগ বা ষড়ঙ্গ যোগ পতঞ্জলি কথিত অষ্টাঙ্গ যোগ হইতে ভিন্ন। এবং এই ষড়ঙ্গযোগে পতঞ্জলি কথিত “যম, নিয়ম” আলাদা করিয়া সাধনা করার কোন প্রয়োজন নাই। শুধুমাত্র ক্রিয়া করিলেই উক্ত গুণগুলি ক্রিয়ান্বিত যোগী সাধকের মধ্যে আপনা আপনি প্রকাশিত হয়।

যাহা হউক, ক্রিয়াযোগের নামে যাহারা ব্যবসা শুরু করিয়া দিয়াছেন এবং পতঞ্জল যোগদর্শন কিঞ্চিতাধিক চর্বিতচর্বণ করিয়া, নিজস্বার্থে মুমুক্ষু মানুষদের ভুল পথে পরিচালিত করিতেছেন তাহাদের সংস্পর্শ হইতে সাধু সাবধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!