অন্যন্যচেতাঃ সততং যো মাং স্মরতি নিত্যসঃ।
তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ।।
১২ দিন যদি ১৭২৮ বার প্রাণায়াম করে তবে সমাধির সংখ্যা মাত্র হয় কিন্তু সমাধি হয় না। সমুদয় কর্ম ক’রে প্রাণায়াম সর্বদা মনে মনে করিলে ভিতর হইতে মূলাধার অবধি মাথা পর্যন্ত একটান সর্ব্বদাই যাহার থাকে — তাহাকে চৈতন্য সমাধি বলে, ইহাই সকলের কর্ত্তব্য।
যোগীরাজ শ্যামাচরন লাহিড়ীকৃত শ্রীমদ্ভগবদগীতার অষ্টম অধ্যায়ের ১৪ নং শ্লোকের যৌগিক ব্যাখ্যার অংশ বিশেষ হুবহু উদ্ধৃত হইল।
এক্ষেত্রে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় ক্রিয়াযোগীদের জন্য কোন্ ধরনের সমাধির প্রয়োজন এবং কিভাবে ওই প্রকার সমাধিতে প্রবেশ করা যায় ও তৎজনিত শারীরিক ও মানসিক লক্ষণসমূহের বিবরণ দিয়েছেন।
(গুরুবক্ত্রগম্য)