ক্রিয়াযোগ কি? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা

“ক্রিয়াযোগ” একটি শারীর-মনস্তাত্ত্বিক সহজ প্রণালী। যা’তে করে মানবদেহের রক্ত অঙ্গারশূন্য (Carbon) হয়ে অম্লজান (Oxygen ) দ্বারা প্রতিপুরিত হয়। এই অতিরিক্ত অম্লজানের পরমাণু প্রাণীধারায় রূপান্তরিত হয়ে মস্তিষ্ক আর মেরুদন্ডের কেন্দ্রগুলিকে সঞ্জীবিত করে।

কালো দূষিত রক্তসঞ্চয়ন বন্ধ করে যোগী শরীরের তত্ত্বক্ষয় হ্রাস বা নিবারণ করতে পারেন। যিনি আরও কিছুদূর অগ্রসর হয়েছেন, তিনি শরীরকোষগুলিকে শক্তিতে রূপান্তর সাধন করতে পারেন। ইলাইজা, যিশুখ্রিষ্ট, কবীর এবং অন্যান্য বহু মহাপুরুষগণ এই “ক্রিয়াযোগে” বা অনুরূপ কোনও প্রক্রিয়া সাধনে সিদ্ধহস্ত ছিলেন।

(সংগৃহীত)

দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই গুরুবক্ত্রগম্য প্রাণায়াম বা অনুরূপ কোন ক্রিয়ার মাধ্যমে মানবদেহে উপরিউক্ত অবস্থা সাধিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!