ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।।
মহাযোগী নিতাই চরণ বন্দ্যোপাধ্যায়ের সন্তোষপুর নিবাসী অন্যতম গৃহী শিষ্য শ্রী সুরেশ চন্দ্র বিশ্বাস মহাশয় গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ৭:৩০ মিনিটে সাধনোচিত ধামে গমন করেছেন। তিনি অধুনা বাংলাদেশের ঢাকা জেলা থেকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার আড়ংঘাটায় স্থায়ী নিবাস করেছিলেন এবং পরবর্তীকালে তিনি দক্ষিণ 24 পরগনার সন্তোষপুর গ্রামে বসবাস শুরু করেন এবং গুরু মহাযোগী নিতাই চরণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ক্রিয়াযোগ দীক্ষা গ্রহণ করে ক্রিয়াযোগের বিশিষ্ট উচ্চ স্তরে উন্নীত হয়েছিলেন।