অহং ক্রতুরহং যজ্ঞঃ স্বধাহমহমৌষধম্।
মন্ত্রো হহমহমেবাজ্যম হমগ্নিরহং হুতম্।।

আমিই পিত্রর্থ শ্রাদ্ধাদি অর্থাৎ প্রাণই পিতা আত্মকর্মরূপ প্রাণ কর্মের দ্বারা প্রাণকে অধঃ হইতে উর্ধ্বে স্হিতি করিতে পারিলেই প্রকৃত পিতৃ উদ্ধার হইয়া থাকে এবং আত্মকর্মের দ্বারা কর্মের অতীতাবস্হায় স্থিতি রূপ যে অবস্থা সেই অবস্থাতেই প্রাণের উর্ধে স্থিতি হয়। প্রাণ-রূপী আত্মার ক্রিয়াই প্রকৃত শ্রাদ্ধাদি।

~~সুরধূণী দেবী প্রণীত শ্রীমদ্ভগবদগীতার নবম অধ্যায়ের শ্লোক নং ১৬ এর তাৎপর্য্য এর অংশবিশেষ। (গৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!