যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী

মহাবতার বাবাজি মহারাজ এবং যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী সম্পর্কে বহু তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। তার কিছু তথ্য সত্য, কিছু তথ্য মিথ্যা, কিছু তথ্য অর্ধসত্য। সেইজন্যে আমরা সেই সব বিষয় থেকে নিজেদের সন্তর্পনে দূরে রেখে, গুরু পরম্পরায় প্রাপ্ত যা কিছু প্রয়োজনীয় যারা ক্রিয়াযোগ সাধনা করেন তাদের ক্রিয়ার উন্নতিকল্পে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোকপাত ও আলোচনা করব। বহু ক্ষেত্রেই দেখা গেছে গুরু দেহ রাখলে তার অনেক শিষ্যের মধ্যেই নানা প্রশ্নের উদয় হলে সমাধান সূত্র খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়। কিন্তু করুণানিধান যোগীরাজ শ্যামাচারণ লাহিড়ী এই সমস্ত সাধন সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর বিভিন্ন পুস্তকের মাধ্যমে দিয়েছেন।

বহু ক্ষেত্রে দেখা গেছে এই সমস্ত পুস্তক ঘেটে দেখার মত সময় অনেক সাধকই পান না। সেই জন্য আমরা যোগীরাজ কথিত সেই সমস্ত বিষয় ধীরে ধীরে ক্রিয়া যোগীদের সাহায্যার্থে উপস্থাপিত করব। এই ওয়েবসাইটের মাধ্যমে যদি কোন ক্রিয়াযোগী কিঞ্চিৎ মাত্র লাভবান হ’ন আমরা আমাদের শ্রম সার্থক মনে করব। অবশ্য বিষয়গুলি ক্রিয়াবান ব্যতীত অন্য কেউ অনুধাবন করতে পারবেন না। যারা অক্রিয়ান্বিত তারা শুধু পড়ার জন্য এই ওয়েবসাইট দেখতে পারেন।

আমরা যে সমস্ত তথ্যাবলী এখানে দেব, তার রেফারেন্স বই গুলোর সন্ধানও আমরা দিয়ে যাব। যাতে কিনা ক্রিয়ান্বিতরা সহজেই আমাদের দেওয়া পোস্ট গুলির সত্যা সত্য অনুসন্ধান করতে পারেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!