উৎপলনাল অর্থাৎ যে নল গোড়া হইতে উঠে অর্থাৎ মূলাধার হইতে উঠে, অর্থাৎ নাল ফুলের মতন নলেতে যেমন জল টানে সেইরূপ (গুরু বাক্যে) জানিয়া বায়ুকে আকর্ষণপূর্বক রেচক অবশ হইয়া করিতে হইবে, পুনর্ব্বার এইরূপ বায়ুকে আকর্ষণ করাতে ২১৭২৮ বার এইরুপ করে যে সমাধি লাভ করে সেই পদে স্হিতি থাকে।
~~যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী প্রণীত ধ্যানবিন্দুপনিষৎ এর ২১ নং স্লোকের ব্যাখ্যা হ’তে কোন পরিবর্তন না করে হুবহু গৃহীত।
দেখা গেছে অনেক ক্রিয়ান্বিতরা ক্রিয়া পাওয়ার পর প্রতিনিয়ত গুরুর সংস্পর্শ পান না। ফলতঃ এই অবস্থায় প্রাণায়ামে ও অন্যান্য ক্রিয়ায় ভুল হবার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই কারণেই মহা করুণাবসে যোগীরাজ ধ্যানবিন্দুপনিষৎ এর এই স্লোকটির ব্যাখ্যার মাধ্যমে ক্রিয়াযোগ প্রাণায়ামের আভ্যন্তরীণ গুহ্য তত্ত্বটি বুঝিয়ে দিয়েছেন। যদিও যারা ক্রিয়া পেয়েছেন তারাই এই তত্বটি উপলব্ধি করতে পারবেন।