যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী

শ্রী গুরুর পত্রে :-

অনেকের দুই ঘণ্টা প্রাণায়ামে বিধিপূর্বক দুইটি প্রাণায়াম হয় না। “মন্ত্রহীনম্ অদক্ষিণম্ তৎ তামসং উদাহৃতং”। দক্ষিণা = ক্রিয়ার পর স্থির অবস্থায় লক্ষ্য রাখিয়া স্থির অবস্থায় স্থিতি। অনেকের তাহাতে লক্ষই থাকে না। মধ্যে মধ্যে উপদেষ্টার সহিত সাক্ষাৎ না হইলে সব গোলমাল হইয়া যায়। ৫ ঘন্টা প্রাণায়াম না করিয়া যাহাতে বিধিপূর্বক দুইটীও করিতে পারেন তাহার চেষ্টা করিবেন। সকলের এইরূপ বিধিপূর্ব্বক করা উচিত। ৮১৪

শ্রীশ্রী যোগীরাজ পৌত্র শ্রী আনন্দমোহন লাহিড়ী প্রণীত “পত্রাবলীতে ক্রিয়া ও ক্রিয়াবান” পুস্তক হইতে শিষ্যের পত্রের উত্তরে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের ৮১৪ নং পত্রের কোনরূপ পরিবর্তন না করিয়া হুবহু উদ্ধৃত হইল।

 

ক্রিয়াযোগ অভ্যাসের ক্ষেত্রে গুরু শিষ্য পরম্পরা যে কত প্রয়োজনীয় সেই বিষয়টি লাহিড়ী বাবার এই পত্র থেকে বোঝা যায়। তাই এই পত্রটি ক্রিয়াবানদের জন্য বিশেষ পথনির্দেশ হিসেবে উদ্ধৃত করা হলো।

পরম করুনাময় বাবাজি মহারাজ এবং লাহিড়ী বাবার ক্রিয়াযোগ নিয়ে ইন্টারনেট ইউটিউব ইত্যাদিতে যে সমস্ত ভন্ড ব্যবসায়িক ক্রিয়া-কলাপ চলছে তার থেকে ক্রিয়ান্বিতদের দূরে থাকাই বাঞ্ছনীয়।

One thought on “যোগীরাজের পত্র হইতে ক্রিয়াযোগ প্রাণায়াম বিধি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!