নিরোধশ্ছর্দ্দিবিধারণাভ্যাম্।। ৩১।।

নিরোধ অর্থাৎ কুম্ভক, প্রচ্ছদন ও বিধারণ দ্বারা কুম্ভক হয়।

ধারণাদেশবন্ধঃ।। ৩২ ।।

দেশ বন্ধের নাম ধারণা নাভি হইতে ভ্রু পর্যন্ত আটকাইয়া থাকিলে কোন দেশে অর্থাৎ স্থানে লক্ষ্য থাকে না। ৮অ ১২।

স্থিরসুখমাসনম্।। ৩৩।।

স্থির অর্থাৎ নাভি হইতে ভ্রু পর্য্যন্ত আটকাইয়া থাকিয়া হৃদয়ে স্থির হইয়া ব্রহ্মেতে যে সুখ সেই আসন। ৬অ ১১।

যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের সংখ্যাদর্শন এর ব্যাখ্যা থেকে গৃহীত। এখানে যোগীরাজ যোগের কিছু গুহ্যতত্ত্ব এবং তৎবিষয়ের প্রয়োগ অতি সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। এই ব্যাখ্যা, ক্রিয়াযোগীদের জন্য প্রয়োজনীয় হতে পারে অনুভব করে এখানে লেখা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!