পরমাত্মার সঙ্গে একীভূত হয়েও যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় জ্ঞানীমূর্খ নির্বিশেষে সকলকেই যথাযোগ্য সম্মান প্রদর্শন করতেন। তাঁর ভক্তরা তাকে প্রণাম করলে তাদেরও তিনি প্রতি নমস্কার করতেন।

লাহিড়ী মহাশয়ের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে—সকল ধর্মাবলম্বীদেরই ক্রিয়াযোগ দীক্ষাদান। কেবলমাত্র যে হিন্দু তাই নয়, মুসলমান বা খ্রিস্টধর্মাবলম্বীরাও তাঁর প্রধান শিষ্যদের মধ্যে অনেকেই ছিলেন। (সংগৃহীত)

বহু সিদ্ধ যোগী, সাধকরা সাধারণভাবে নিজেদেরকে মানব সমাজ থেকে দূরেই রেখেছেন। কেউ পাহাড়ে পর্বতে জঙ্গলে বসবাস করে গেছেন, এবং অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ তাদের সঙ্গে কোন রূপ যোগাযোগ স্থাপন করে উঠতে পারেননি। কিন্তু মহান মানব দরদী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী ছিলেন ওই সমস্ত সিদ্ধ যোগী বা সাধকদের থেকে সম্পূর্ণ ভিন্ন মানসিকতা সম্পন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!