দৃষ্টাদৃষ্ট প্রয়োজনানাং দৃষ্টাভাবে প্রয়োজনমভ্যুদয়ায়।।
ক্রিয়া করিয়া দেখা ও ক্রিয়ার পর অবস্থায় না দেখা এই উভয়েরই প্রয়োজন (দেখার প্রয়োজন বিভূতি, না দেখার প্রয়োজন মুক্তি)।
যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী কৃত বৈশেষিক দর্শনম্ ষষ্ঠোহধ্যায়স্য দ্বিতীয়াহ্নিকম্ এর ১নং স্লোকের ব্যাখ্যা হ’তে কোন পরিবর্তন না করে হুবহু গৃহীত।
ক্রিয়ান্বিতদের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ও গুহ্য নির্দেশ। ক্রিয়ার পর অবস্থায় সাধক কি করিবেন তাহা যোগীরাজ এই শ্লোকের ব্যাখ্যাতে সেই রহস্য উদঘাটন করিয়াছেন। যদিও অক্রিয়ান্বিতরা এই ব্যাখ্যার কিছুই বুঝিতে পারিবেন না।